ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) ব্লক মার্কেটে ১২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, লিন্ডে বিডি, এশিয়া ইন্সুরেন্স, ফরচুন সুজ, রেনাটা লিমিটেড, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিক, প্রভাতী ইন্সুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে সোনালী পেপারের ৩১ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকার, লিন্ডে বিডির ২৩ কোটি ৫৯ লাখ ৮১ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ২২ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার টাকার, ফরচুন সুজের ২২ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ১৬ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১২ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৭ কোটি ৬৩ লাখ ৪২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকার, ডাচবাংলা ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ৭৯ হাজার টাকার, স্টান্ডার্ড ব্যাংকের ৫ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৫ কোটি ৭১ হাজার টাকার।