সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ডিসেম্বর) পুঁজিবাজার একদিন পরই সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সাত খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দরে পতন পেয়েছে। আগের দিনও সবগুলো খাতের শেয়ার দর পতন হয়েছিল। খাতগুলো হলো ওষুধ ও রসায়ন, তথ্যপ্রযুক্তি খাত, সিমেন্ট খাত, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশল খাত।
ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৩টির বা ৭৪.১৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ১৯.৩৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৬.৪৫ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে লিবরা ইনফিউশনের ৫.৩২ শতাংশ, ফার্মা এইডের ৪.০৮ রেকিট বেনকিজারের ৩.১২ শতাংশ, এএফসি এগ্রোর ২.২৬ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৮টির বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে ইনফরমেশন সার্ভিসের ২.৬৪ শতাংশ,আমরা নেটের ১.৭৮ শতাংশ, অগ্নি সিস্টেমের ১.৪৩ শতাংশ।
সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫টির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে লাফার্জ হোলসিমের ২.১৪ শতাংশ।
ব্যাংক খাতের ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২২টির বা ৬৮.৭৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ১৫.৬৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৫.৬৩ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে আইসিবি ইসলামি ব্যাংকের ৩.৮৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ২.১২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৭৪ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৪টির বা ৬০.৮৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৭টির বা ৩০.৪৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে টির বা ৮.৭০ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৪৭ শতাশ।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১১টির বা ৫৭.৮৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ৪২.১১ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে জিলবাংলা সুগারের ৬.০১ শতাংশ,ন্যাশনাল টি’র ৫.৮৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৩৭ শতাংশ, রহিমা ফুডের ৪.২০ শতাংশ।
প্রকৌশল খাতে লেনদেন হওয়া ৪১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৩টির বা ৫৪.৭৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১৬টির বা ৩৮.১০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩টির বা ৭.১৪ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে রেনউইক যগেশ্বরের ৫.৬৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২.১৫ শতাংশ, গোল্ডেনসনের ১.৯২ শতাংশ।