প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) আজ বুধবার (২২ ডিসেম্বর) মার্কেট লিডার বা ভলিউম লিডারের তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ইস্টার্ণ লুব্রিকেন্টস, জিএসপি ফাইন্যান্স,সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ইস্টার্ণ লুব্রিকেন্টস, জিএসপি ফাইন্যান্স,সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড মার্কেট লিডারের তালিকায় আগে থেকে থাকলেও এশিয়া ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস আজ মার্কেট লিডারে নতুন কোম্পানি হিসাবে উঠে এসেছে। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
এশিয়া ইন্স্যুরেন্স: আজ এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৪২৯টি। যার বাজারমূল্য ছিলো ১৫ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৮.৭০ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১০০ টাকা। আজ ক্লোজিং দর হয়েছে ১০৮ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, এশিয়া ইন্স্যুরেন্সের পিই রেশিও ২৫.৬৪। চলতি বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২১) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৬৯ পয়সা।
জেনেক্স ইনফোসিস: আজ জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৪৩৭টি। যার বাজারমূল্য ছিলো ১৫ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৭ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ০.৭৮ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬৭ টাকা। আজ ক্লোজিং দর হয়েছে ১৬৮ টাকা ৩০ পয়সায়।
সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, জেনেক্স ইনফোসিসের পিই রেশিও ২৯.৬৩। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই- মার্চ’২১) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৯৩ পয়সা।