দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (২১ ডিসেম্বর) মঙ্গলবার সূচক বেড়েছে ২০ পয়েন্ট। বাজারের এমন বড় উত্থানে ১৩.১৫ পয়েন্ট বা ৬৬ শতাংশ অবদান তিন কোম্পানির। সূচক বৃদ্ধিতে এমন অবদান রাখা এই তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.১১ শতাংশ। কোম্পানিটির অবদানে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.৯৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৫ টাকা ২০ পয়সায়।
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৮৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৩৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়।
সূচক বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৮২ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৭৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ৮০ পয়সায়।
এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচক বেড়েছে ১৩.১৫ পয়েন্ট। যা আজ ডিএসইর মোট উত্থানের ৬৬ শতাংশ। আজ ডিএসইর মোট সূচক বেড়েছে ২০ পয়েন্ট।