সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৪.৯৮ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৭৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হলেও আজকে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। পুঁজিবাজারে সাধারণ বীমা খাতের আজকে লেনদেনকৃত ৩৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে সবগুলোর। জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে লেনদেকৃত ৭টির ৬টিরই দর বেড়েছে।
ডিএসইতে আজ ৭৮৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ১৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭০ কোটি ৪০ লাখ টাকার।