1. info.aniisur@gmail.com : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. info.saiiful@gmail.com : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. mirjoher12@gmail.com : Zahir Islam : Zahir Islam
  4. muzahid2022@gmail.com : muzahid : muzahid
  5. nayanbabuofficial@gmail.com : nayan : nayan
  6. nstkhadijakhatun412@gmail.com : khadija : khadija khadija
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সূচক পতনের ৩৩ শতাংশ দায় চার কোম্পানির

  • আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ক‌মেছে ৮৫ পয়েন্ট। সূচকের এমন বড় পত‌নে সর্বোচ্চ দায় ছিলো চার কোম্পানির। এই চার কোম্পানির কারণে আজ ডিএসইর সূচক ক‌মেছে ১৮ পয়েন্ট বা মোট পত‌নের ৩৩ শতাংশ। এই চার কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন লি‌মিটেড। আমারস্টক থেকে এই তথ্য জানা যায় ।

প্রাপ্ত তথ্য মতে , আজ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লি‌মি‌টে‌ড সবচেয়ে বেশি সূচকের পতন ঘটিয়েছে। ডিএসইর সূচক পত‌নের ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১০.৭১ পয়েন্ট। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ১.৭৯ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ১০.৭১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪৫ টাকা ৬০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌তে দ্বিতীয় কোম্পানি ছিল রবি আজিয়াটা লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ২.৩৭ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৭.৯২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ টাকা ১০ পয়সায়।

সূচক টেনে নামা‌নোয় তৃতীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ১.৫২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মে‌ছে ৪.৯২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৪ টাকা ১০ পয়সায়।

সূচক টেনে নামা‌নোয় ৪র্থ কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ০.৫৬ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মে‌ছে ৪.৫৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫৩ টাকা ২০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ