সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৩ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার।
এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ কোটি ৮০ লাখ ২৫ হাজার টাকার, লিন্ডে বিডির ৩ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার টাকার, ফরচুন সুজের ২ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭৯ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকার, সালভো কেমিক্যাল ১ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৮৮ লাখ ৪৫ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৭২ লাখ ৭২ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৬৩ লাখ ৬৪ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৬১ লাখ ১১ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৩৯ লাখ ৯০ হাজার টাকার, সিলকো ফার্মার ৩৭ লাখ ৪৪ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২২ লাখ টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ১৯ লাখ ৪৩ হাজার টাকার, বিকন ফার্মার ১৭ লাখ ৬৯ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৪ লাখ ৬০ হাজার টাকার, ইসলামী ফাইন্যান্সের ১১ লাখ ৬২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১০ লাখ ৯৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১০ লাখ ৬৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ ১৪ হাজার টাকার, রুপালী ইন্সুরেন্সের ৭ লাখ ২৩ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রার ৬ লাখ ৩২ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ ২১ হাজার টাকার, লুবরেফের ৫ লাখ ১৮ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্স ৫ লাখ ২ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।