প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১৯ ডিসেম্বর) ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিগুলোর ৫৫ লাখ ৮ হাজার ৪৫৫টি শেয়ার ৬১ বার হাত বদলের মাধ্যমে ৪৩ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার এশিয়া ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।