সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) পুঁজিবাজারে ব্যাপক পতনে হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯৮ পয়েন্ট বা ১.২৩ শতাংশ কমে ছয় হাজার ৭৮৩.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট বা ১.৩০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.২৪ পয়েন্ট এবং দুই হাজার ৫৪৭.৭০ পয়েন্টে।
ডিএসইতে আজ ৭৮৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ১৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭০ কোটি ৪০ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির বা ২৩.০২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৬টির বা ৭০.৩৭ শতাংশের এবং ২৫টি বা ৬.৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩২.৮৩ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪২.২৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। আজ সিএসইতে ৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।