বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৭টির বা ৭৮.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ওয়ান ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওয়ান ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ২১.৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়ান ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনলিমা ইয়ার্নের ৯.৯৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯.৯২ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৯.৮০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৯.২৩ শতাংশ, এসকে ট্রিমসের ৮.৯৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮.৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৮.৮৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.০২ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৭.৯১ শতাংশ কমেছে।