পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিগুলো ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, আইটি কনসালটেন্টস ও জেমিনী সী ফুড লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ইভিন্স টেক্সটাইল ২ শতাংশ এবং আইটি কনসালটেন্টস ও জেমিনী সী ফুড লিমিটেড ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।