সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৪ ডিসেম্বর) পুঁজিবাজারে সব সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৪ পয়েন্টের বেশি। এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সাত খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। আগেরদিনও খাতগুলোর শেয়ার বিপর্যস্ত ছিল। খাতগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আর্থিক, বস্ত্র, সেবা ও আবাসন, প্রকৌশল এবং ব্যাংক খাত।
বিদ্যুৎ ও জ্বালানি খাত : এখাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২০টির বা ৮৬.৯৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ১৩.০৪ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে জিবিবি পাওয়ারের ৬.৩৮ শতাংশ, পাওয়ার গ্রিডের ৩.২৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২.৮৪ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাত: তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ইনফরমেশন সার্ভিসের ৬.০৬ শতাংশ, ইনটেকের ৪.২৬ শতাংশ, আমরা নেটের ৩.৪৪ শতাংশ।
আর্থিক খাত :আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৭টির বা ৮০.৯৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৭৬ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ফাস ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.২৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ২.২৩ শতাংশ।
বস্ত্র খাত : বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৫টির বা ৭৬.২৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১০টির বা ১৬.৯৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৪ টির বা ৬.৭৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে সিমটেক্সের ৪.১৯ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.৫৫ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.৮৪ শতাংশ।
সেবা ও আবাসন খাত: সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩টির বা ৭৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ২৫ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে সাইফ পাওয়ারটেকের ৪.১৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১.৪০ শতাংশ।
প্রকৌশল খাত : প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩১টির বা ৭৩.৮১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯ টির বা ২১.৪৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৪.৭৬ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৬৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৩.৩৫ শতাংশ, এস আলমের ২.৯৩ শতাংশ।
ব্যাংক : এখাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৩টির বা ৭১.৮৮ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২ টির বা ৬.২৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৭টির বা ২১.৮৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ওয়ান ব্যাংকের ৭ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৩.৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের শতাংশ।