সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে আজ তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ টাকার বেশি।
কোম্পানিগুলো মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৪ হাজার টাকার।
এছাড়া, সোনালী পেপারের ৫ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৩ কোটি ৫০ লাখ টাকার, আরডি ফুটের ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকার, এলার গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৯১ লাখ ৬১ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৯১ লাখ ৪ হাজার টাকার, বেক্সিমকোর ৮১ লাখ টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬২ লাখ ৭৫ হাজার টাকার, ফরচুন সুজের ৪১ লাখ ৮৩ হাজার টাকার, নিউ লাইনের ৩৮ লাখ ৯০ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৩ লাখ ৪১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৩৩ লাখ ২০ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ লাখ ৪৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ২৭ লাখ ৬৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২৬ লাখ ১০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২৫ লাখ ৭৬ হাজার টাকার, রবি আজিয়াতার ২৫ লাখ ২ হাজার টাকার, ফার্মাএইডের ২২ লাখ ৬৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২১ লাখ ১৪ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ২০ লাখ ১৬ হাজার টাকার, গ্রামীন টু এর ২০ লাখ ১১ হাজার টাকার, পদ্মা লাইফের ১৯ লাখ ২৯ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমের ১৭ লাখ ১৬ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৬ লাখ ১৭ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৩ হাজার টাকার, গৃণ্ডেলটা মিউচুয়াল ফান্ডের ১৪ লাখ ৭৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১১ লাখ ২৮ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৪ হাজার টাকার, ডেল্টা লাইফের ৯ লাখ ৬০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৯ লাখ ৪৩ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৯ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৪৬ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭ লাখ ২৭ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লাখ ১৮ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬ লাখ ১৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ৯৪ হাজার টাকার, সুমিৎপাওয়ারের ৫ লাখ ৪৩ হাজার টাকার, নেশনাল হাউসিংয়ের ৫ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।