সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮৮ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টাকার।
৪৭ কোটি ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ ইন্সুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স।