বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ও রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
ফু-ওয়াং সিরামিক: ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল।
রিজেন্ট টেক্সটাইল: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল।