দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। এই উত্থানে সূচককে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টায় ছিলো সাত কোম্পানি। এই সাত কোম্পানির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৩৪ পয়েন্ট। যা মোট উত্থানের ৭০ শতাংশ।
সূচক বৃদ্ধির জন্য এমন অবদান রাখা এই ৭ কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, লিনডে বিডি, জেনেক্স ইনফোসিস, সিভিও পেট্রোকেমিক্যাল এবং একটিভ ফাইন লিমিটেড।
প্রাপ্ত তথ্য মতে , এই ৭ কোম্পানির মধ্যে সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫০ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৬৩৯ টাকা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪১ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২২৭ টাকা ১০ পয়সা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৫৪ টাকা ৯০ পয়সা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় ৪র্থ অবস্থানে উঠে এসেছে লিনডে বিডি লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫২৯ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১০ টাকা ৩০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৫২৯ টাকা ৪০ পয়সা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় ৫ম অবস্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৬৮ টাকা ৩০ পয়সা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় ৬ষ্ট অবস্থানে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ টাকা ১০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৭১ টাকা ৯০ পয়সা।
সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির চেষ্টায় ৭ম অবস্থানে উঠে এসেছে একটিভ ফাইন লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৩ টাকা ৭০ পয়সা।
এই সাত কোম্পানির অবদানে ডিএসইর সূচকের উত্থান হয়েছে প্রায় ৩৪ পয়েন্ট। গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে ৪৮ পয়েন্ট।