সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৪টির বা ৫৬.৭৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসকে ট্রিমসের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস মঙ্গলবার এসকে ট্রিমসের ক্লোজিং দর ছিল ৩০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ৫০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসকে ট্রিমস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৯.৮০ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৭৩ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৫৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, এমএল ডায়িংয়ের ৭.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.২২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.০৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.০৩ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৫৭ শতাংশ দর বেড়েছে।