লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১২ ডিসেম্বর চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৭ ও ৮ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , এ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরও শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা।
৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৩ টাকা ১২ পয়সা।