পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৩টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৭টি। কোম্পানিগুলোর মধ্যে ৫৯ শতাংশের মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিগুলোর মধ্যে ১০টির বা ৫৯ শতাংশের মুনাফা বেড়েছে। ৫টির বা ২৯ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ২টি বা ১২ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ১৭৫ শতাংশ বেড়েছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ শতাংশ এমজেএলবিডির এবং তৃতীয় সর্বোচ্চ ৪৭ শতাংশ মুনাফা বেড়েছে শাহজিবাজার পাওয়ারের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে বারাকা পাওয়ারের।
প্রথম প্রান্তিকের তিন মাসে ৫টির বা ২৯ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৪৮ শতাংশ কমেছে ডেসকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২১ শতাংশ সামিট পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ শতাংশ মুনাফা কমেছে তিতাস গ্যাসের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ১ শতাংশ কমেছে ইউনাইটেড পাওয়ারের।
অর্থবছরের প্রথম তিন মাসে লোকসান হয়েছে ২টির বা ১২ শতাংশ কোম্পানির। কোম্পানি দুইটির মধ্যে মুনাফা থেকে লোকসানে নেমেছে খুলনা পাওয়ার আর লোকসান ১৬ শতাংশ কমেছে সিভিও পেট্রোকেতমিক্যালের।