সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৭ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬০ লক্ষ ৫৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার টাকার।
এছাড়া, আইডিএলসি ৩ কোটি ৫ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সেরর ২ কোটি ৭৯ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৮৫ লাখ টাকার, কেএন্ডকিউয়ের ১ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৮ লাখ ৯৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৬ লাখ ৩ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৫২ লাখ ৯ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৩৪ লাখ ১৬ হাজার টাকার, আমরানেটের ৩১ লাখ ৬০ হাজার টাকার, আরডি ফুডের ২৮ লাখ ৬৯ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৬ কোটি ২১ লাখ টাকার, ডোমিনেজ স্টিলের ১৮ লাখ ১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭ লাখ ৬০ হাজার টাকার, আইসিবির ১৬ লাখ ৬৫ হাজার টাকার, ফরচুন সুজের ১০ লাখ ৯৫ হাজার টাকার, এলআর গ্লোবাল মিচুয়াল ফান্ডের ৮ লাখ ২৩ হাজার টাকার, ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৮৪ হাজার টাকার, এএফসি এগ্রোর ৭ লাখ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬ লাখ ৮৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার, আর্গন ডেনিমের ৫ লাখ ৩৭ হাজার টাকার, একটিভ ফাইনের ৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।