1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

শেয়ার কেনার ঘোষণা বেক্সিমকো লিমিটেডের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
share buy

তিন কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের এক উদ্যোক্তা বেক্সিমকো হোল্ডিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের পক্ষ থেকে শেয়ার কেনার সবচেয়ে বড় ঘোষণা এটি। সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ লভযাংশের রেকর্ড ডেট শেষে মঙ্গলবার ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় বেক্সিমকো হোল্ডিংসের পক্ষ থেকে।

এতে জানানো হয়, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কেনা শেষ করবে কোম্পানিটি। এক মাসে কর্মদিবস হয় সাধারণত ২০ থেকে ২২টি। সেই হিসাবে আগামী দেড় মাসের মধ্যেই এই শেয়ার কেনা শেষ করবে কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা।

তবে এতো বিশাল পরিমাণ শেয়ার হঠাৎ কী কারণে কিনতে চায় কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক, তা জানানো হয়নি। লেনদেনের মধ্যভাগে কোম্পানিটির শেয়ার কেনার ঘোষণা আসে। এতো বড় শেয়ার কেনার ঘোষণা আসার পরও কোম্পানিটির শেয়ার দর নেতিবাচক প্রবণতায় ছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার যেমন বেচে দেয়ার অধিকার আছে, তেমনি তারা বাজার থেকে শেয়ার কিনতেও পারে। তবে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার সঙ্গে তাদের শেয়ার কেনাবেচার পার্থক্য আছে। তাদের শেয়ার কেনা বা বেচা-দুই ক্ষেত্রেই সুনির্দিষ্ট ঘোষণা দিতে হয়।

মালিকপক্ষ শেয়ার কেনার এই ঘোষণা বাস্তবায় করলে কোম্পানিটিতে উদ্যোক্তা-পরিচালকদের মালিকানা বেড়ে ৩৩ শতাংশ ছাড়িয়ে যাবে।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি। এর মধ্যে ৩০.০৫ শতাংশ হিসেবে ২৬ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৮২৩টি শেয়ার ধারণ করে আছেন। এই ঘোষণা বাস্তবায়ন হলে কোম্পানিটির ২৯ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৮২৩টি শেয়ার তাদের হাতে থাকবে। তখন কোম্পানিটির ৩৩.৪৭ শতাংশের মালিকানা থাকবে মালিকপক্ষের হাতে।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ২৬.৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে, ১.২৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে আর ৪১.২৩ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪