পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসাইনের পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। রোববার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মীর আখতার হোসাইন ফেসভ্যালুতে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি বন্ডটি ইস্যু করবে।