আজ (১১ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির লভ্যাংশ ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে :ডেসকো, ফু-ওয়াং সিরামিক,বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজে, ন্যাশনাল টি, এনার্জিপ্যাক পাওয়ার,একমি ল্যাবরেটরিজ, কুইন সাউথ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এস আলম, এসিআই ফর্মূলেশন, এসিআই, সিলভা ফার্ম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, এমবি ফার্মা , এমজেএল বিডি, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, কপারটেক, হামিদ ফেব্রিক্স, দুলামিয়া কটন এবং কেঅ্যান্ডকিউ।
কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মার বিকাল ৩টায়, ফু-ওয়াং সিরামিকের বিকাল সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের বিকাল ৩টায়, কুইন সাউথ টেক্সটাইলের বিকাল সাড়ে ৪টায়, বিএসআরএম লিমিটেডের বিকাল ৫টায়, বিএসআরএম স্টিলের বিকাল ৪টায়, এস আলমের বিকাল সাড়ে ৩টায়, এসিআই ফর্মূলেশনের বিকাল পৌনে ৩টায়, এসিআইয়ের বিকাল ৪টায়, সিলভা ফার্মার বিকাল সাড়ে ৩টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিকাল সাড়ে ৩টায়, মতিন স্পিনিংয়ের বিকাল ৪টায়, ডেল্টা স্পিনার্সের বিকাল ৩টায়, ডেসকোর বিকাল ৪টায়, এমজেএল বিডির বিকাল ৪টায়, মালেক স্পিনিংয়ের বিকাল পৌনে ৩টায়, রহিম টেক্সটাইলের বিকাল পৌনে ৪টায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকাল ৫টায়, শাইনপুকুর সিরামিকের বিকাল সাড়ে ৪টায়, বেক্সিমকোর বিকাল ৪টায়, বেক্সিমকো ফার্মার বিকাল সাড়ে ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকাল পৌনে ৩টায়, ন্যাশনাল টির বিকাল সাড়ে ৩টায়, এনার্জিপ্যাক পাওয়ারের বিকাল ৪টায়, কপারটেকের বিকাল সাড়ে ৫টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল পৌনে ৪টায়, দুলামিয়া কটনের বিকাল সাড়ে ৩টায় এবং কেঅ্যান্ডকিউয়ের বোর্ড সভা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মা ও ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হবে।
আর একমি ল্যাবরেটরিজ, কুইন সাউথ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এস আলম, এসিআই ফর্মূলেশন, এসিআই, সিলভা ফার্ম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, ডেসকো, এমজেএল বিডি, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজে, ন্যাশনাল টি, এনার্জিপ্যাক পাওয়ার, কপারটেক, হামিদ ফেব্রিক্স, দুলামিয়া কটন ও কেঅ্যান্ডকিউয়ের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।