পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মুনাফার কমপক্ষে ৩০% লভ্যাংশ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০% এর কম লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ রিটেইন আর্নিংসে হস্তান্তরকৃত মুনাফার উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।
বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১০ শতাংশ ডিভিডেন্ডসহ মোট ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা সমাপ্ত অর্থবছরের শেয়ারপ্রতি ১৮ টাকা ৯৬ পয়সা মুনাফার ২৬.৩৭ শতাংশ। এতে দেখা যায়, কোম্পানিটি ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংস হিসাবে রেখে দেবে।
২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া মুনাফার উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
বিএসআরএম লিমিটেডের ২০২০-২১ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১৮ টাকা ৯৬ পয়সা হিসাবে মোট ৫৬৬ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ওই অর্থবছরের জন্য ৫০ শতাংশ হিসেবে ১৪৯ কোটি ২৯ লাখ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা মুনাফার ২৬.৩৭ শতাংশ। বাকি ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা বা ৭৩.৬৩ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার ফলে ৪১৬ কোটি ৮৩ লাখ টাকার উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত ৪১ কোটি ৬৮ লাখ টাকা কর দিতে হবে বিএসআরএম লিমিটেডকে।