পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি তাদের পূর্ব ঘোষিত বোর্ড সভা করবে রোববার (২৪ অক্টোবর)। কোম্পানিগুলোর মধ্যে কোনটি তাদের সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ও কোনটি প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি আজ বোর্ড সভা করবে সেগুলোর মধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটে ইসলামিক ফাইন্যান্স, বেলা ৩টায় ড্রাগন সোয়েটার, ডাচবাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভা করবে। এছাড়া, বেলা সাড়ে ৩টায় প্রিমিয়ার ব্যাংক, বিকেল ৪টায় আলহাজ্ব টেক্সটাইল, বিকেল সাড়ে ৪টায় দেশ জেনারেল ইন্স্যুরেন্স বোর্ড সভা করবে।