অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। সর্বশেষ প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক ফলাফলের আলোকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ তথা প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।
এর আগে গত ২৬ জুলাই কোম্পানিটি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক ফলাফলের বিপরীতে ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটি মোট ৪০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ করেছে।