পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেড মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বিডি ফাইন্যান্সের তার অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে ৬০০ কোটিতে বৃদ্ধি করবে। এজন্য কোম্পানিটির এক্সট্রা জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হবে।
আগামী ২৩ নভেম্বর ২০২১ সকাল ১১:০০ টায় ডিজিটাল প্লাট ফরমে এক্সট্রা জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হবে। ইজিএমে বিডি ফাইন্যান্স তার সংঘ স্মারকের ক্লজ-৫ এবং আর্টিকেল-৮ এর পরিবর্তনের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে।
এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২১।