দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৩.২৬ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
তবে ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১৯.১৩ পয়েন্টে। এর আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
ডিএসইএস সূচক ০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৬৭.৪৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। ডিএসইতে এদিন ১ হাজার ৪৩১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫২১ কোটি টাকা কম।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৪১.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৮২.৭০ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
আর সার্বিক সিএএসপিআই সূচক ৬৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১১৭.০২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এছাড়া, সিএসআই সূচক ১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০.৪৬ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিন সিএসইতে ২৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম।