দেশে করোনা সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী সাত দিনের জন্য মানুষের চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ চালু হচ্ছে। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংকব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। একইভাবে পুঁজিবাজারও আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে। ব্যাংক ও পুঁজিবাজার আাগামী সোমবার থেকে সীমিত পর্যায়ে সেবা চালু করবে।
বুধবার বাংলাদেশ ব্যাং ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পৃথক পৃথকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
উভয় প্রতিষ্ঠানের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। এছাড়া, বিধিনিষেধ চলাকালে প্রতি রোববারও ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে।
বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এর সঙ্গে লেনদেন শুরুর আগে ও পরে ১৫ মিনিট করে প্রি ও পোস্ট সেশন চালু থাকবে।