গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর এবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হলো। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর সবশেষ সর্বোচ্চ শনাক্ত হলো আজ।
সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। গত বছরের ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে।