কঠোর লকডাউনের আতঙ্কে আজ পুঁজিবাজারে ব্যপক পতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ছয় খাতে রেকর্ড পতন হয়েছে। খাতগুলোর শতভাগ শেয়ার দরেই পতন হয়েছে। যা সাম্প্রতিককালে দেখা যায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শতভাগ দরপতনের মধ্যে রয়েছে-সিরামিক, তথ্যপ্রযুক্তি, মিউচ্যুয়াল, চামড়া, টেলিযোগাযোগ এবং ভ্রমণ ও অবকাশ।
সিরামিক : সিরামিক খাতে পাঁচ কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ টাকা কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪.৭০ টাকা মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা কমেছে শাইনপুকুর সিরামিকের।
তথ্যপ্রযুক্তি : তথ্যপ্রযুক্তি খাতে ১১টি কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ২.৪০ টাকা কমেছে এডিএন টেলিকমের। দ্বিতীয় সর্বোচ্চ ২.২০ টাকা জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৯০ টাকা কমেছে ইনটেকের।
মিউচ্যুয়াল ফান্ড : মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ৩৬টি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইউনিট দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৮০ টাকা করে কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা করে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড ও আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড এবং তৃতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা করে কমেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসইএমএল লেকচার ইস্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের।
চামড়া : আজ চামড়া খাতে শেয়ার দর সর্বোচ্চ ৪.১০ টাকা কমেছে এপেক্স ফুটওয়্যারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩.৮০ টাকা বাটা সু’র এবং তৃতীয় সর্বোচ্চ ২.৯০ টাকা কমেছে সমতা লেদারের।
টেলিযোগযোগ : টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৯০ টাকা কমেছে রবি আজিয়াটার। দ্বিতীয় সর্বোচ্চ ০.৩০ টাকা গ্রামীণফোনের এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর ০.২০ টাকা কমেছে।
ভ্রমণ ও অবকাশ : ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৪.৬০ টাকা কমেছে সী পার্লের। এছাড়া ১.১০ টাকা বিডি সার্ভিসেসের এবং ইউনিক হোটের শেয়ার দর ১ টাকা কমেছে।