1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বোচ্চ দরে দুর্বল কোম্পানির দাপট

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
share-44

লকডাউনকে ঘিরে দেশের পুঁজিবাজারে ধস নেমেছে। ধসের বাজারেও সর্বোচ্চ দরে দাপট দেখিয়েছে দুর্বল মৌলের কোম্পানি। যার মধ্যে অধিকাংশ কোম্পানিই বস্ত্র খাতের। আজ সর্বোচ্চ দরে ওঠে হল্টেড হয়েছে ১৬ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- মনোস্পুল পেপার, মতিন স্পিনিং, শ্যামপুর সুগার, তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, মুন্নু ফেব্রিক্স, সোনারগাঁ টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, আরগন ডেনিমস, জাহিন স্পিনিং, হাওয়েল টেক্সটাইল, বিচ হ্যাচারি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, কুইন সাউথ টেক্সটাইল এবং জাহিন টেক্সটাইল। এর মধ্যে ৯টি কোম্পানিই হচ্ছে বস্ত্র খাতের কোম্পানি। আজ লেনদেন চলাকালীন সময়ে এসব কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করাসহ হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

মনোস্পুল পেপার : ক্লোজিং দরের ভিত্তিতে কোম্পানির দর আজ সর্বোচ্চ দর বাড়ার শীর্ষে অবস্থান করছে পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৯ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১৪২ টাকা ১০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ১৪২ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

মতিন স্পিনিং : ক্লোজিং দরের ভিত্তিতে কোম্পানির দর আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৫২ টাকা ৫০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৫০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

শ্যামপুর সুগার : ক্লোজিং দরের ভিত্তিতে কোম্পানির দর আজ সর্বোচ্চ দর বাড়ার তৃতীয় স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৪৯ টাকা ২০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ৫০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮২ শতাংশ। কিন্তু কোম্পানিটির সর্বোচ দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ।

তমিজউদ্দিন টেক্সটাইল : ক্লোজিং দরের ভিত্তিতে কোম্পানির দর আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার চতুর্থ স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৩৩ টাকা ৬০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৮০ শতাংশ।

পেপার প্রসেসিং : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার পঞ্চম স্থানে ছিল পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৪৪ টাকা ৯০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৪৪ টাকা ৯০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ।

মুন্নু ফেব্রিক্স : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার ষষ্ঠতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ২৮ টাকা ১০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ২৮ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৬ শতাংশ।

সোনারগাঁও টেক্সটাইল : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার সপ্তমতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ২৭ টাকা এবং ক্লোজিং দর হয়েছে ২৭ টাকায়। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৫ শতাংশ।

অলিম্পিক এক্সেসরিজ : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার অষ্টমতম স্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১১ টাকা ৩০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ১১ টাকা ৩০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে এক টাকা বা ৯.৭০ শতাংশ।

আরগন ডেনিম : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার নবমতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ২৮ টাকা ৩০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ২৮ টাকা ৩০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ।

জাহিন স্পিনিং : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার দশমতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৯ টাকা ১০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৯ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ।

হাওয়েল টেক্সটাইল : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার একাদশতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৪৫ টাকা ৭০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৪৫ টাকা ৬০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৬১ শতাংশ।

বিচ হ্যাচারি : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার দ্বাদশতম স্থানে ছিল খ্যাদ ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১৬ টাকা এবং ক্লোজিং দর হয়েছে ১৫ টাকা ৭০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে এক টাকা ১০ পয়সা বা ৯.৫৮ শতাংশ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার ত্রয়োদশতম স্থানে ছিল বীমা খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৭ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১১৭ টাকা ৯০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ১১৭ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ২০ পয়সা বা ৯.৫১ শতাংশ।

ঢাকা ডাইং : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার চথুর্দশতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ১৯ টাকা ২০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ১৯ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির দর বেড়েছে এক টাকা ৬০ পয়সা বা ৯.১৪ শতাংশ।

কুইনসাউথ টেক্সটাইল : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার পঞ্চদশতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৩৫ টাকা ৩০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৩৫ টাকা। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.০৩ শতাংশ।

জাহিন টেক্সটাইল : ক্লোজিং দরের ভিত্তিতে আজ সর্বোচ্চ দর বাড়ার তালিকার ষষ্টদশতম স্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিটি। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে ৮ টাকা ১০ পয়সায় এবং ক্লোজিং দর হয়েছে ৮ টাকায়। আজ শেয়ারটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৮.১০ শতাংশ। দবে সর্বোচ্চ দরের ভিত্তিতে কোম্পানিটির দর বেড়েছে ৭ পয়সা বা ৮.৬৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ