শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসইকে এমন তথ্য জানানোর ঠিক পরের দিন অর্থাৎ সোমবারও ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল শীর্ষে।
জানা গেছে, রবিবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৯ শতাংশ, কপারটেকের ৯.৭ শতাংশ, লুব-রেফের ৯.৭০ শতাংশ, এস আলমের ৯.৬০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৮.৯ শতাংশ বেড়েছে।