বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১১টির বা ৫৬.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৫১.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুচ ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর কপারটেকের ৪৫.৮৫ শতাংশ, রিং শাইনের ৩৯.৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৯.০৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৮.১৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৭.৬৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ২৭.১৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৬.১৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৫.৬৪ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২৫.১৮ শতাংশ বেড়েছে।