প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৮ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫টির বা ৩৯.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন এমআই সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার এমআই সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৪.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে এমআই সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৩.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.০৭ শতাংশ, জিকিউ বলপেনের ২.৮০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৭৯ শতাংশ, আরামিট সিমেন্টের ২.৭৪ শতাংশ, আইটি কনসালটেন্টসের ২.৭৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ২.৬৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৬৬ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ২.৬৩ শতাংশ কমেছে।