পতন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। মঙ্গলবার (০৮ জুন) ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমার উপর ভর করে শেয়ারবাজার ভালো একটা অবস্থানে পৌঁছেছে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে কিছুটা কমলেও দুই হাজার টাকার ঘরেই হয়েছে টাকার পরিমাণে লেনদেন। আগের দুই কার্যদিবস পতন হয়েছিল শেয়ারবাজারে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩.১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯০.৫৪ পয়েন্টে এবং ২ হাজার ১৯৫.৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৬৫ কোটি ২৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির বা ৪৯.০৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৫টির বা ৩৯.২৯ শতাংশের এবং ৪৩টির বা ১১.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩১.১৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১১১টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।