শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স সোমবার শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা গেছে আজ কোম্পানিটির শেয়ার দরে। ভালো লভ্যাংশ ঘোষণার ফলে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮১.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৮.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭.১০ টাকা বা ২০.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এছাড়া ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৮৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮৯ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৯.৮৫ শতাংশ বেড়েছে।