আগেরদিন পুঁজিবাজার কিছুটা দর সংশোধনে থাকলেও আজ বুধবার (১৯ মে) ফের উত্থানে ফিরেছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। বেড়েছে বড় আকারে লেনদেনও। ডিএসই’র লেনদেন ও সূচকের উত্থানে মার্কেট মুভারের ভূমিকায় ছিল তালিকাভুক্ত ছয় কোম্পানি। এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকার কারণে বড় মূলধনী এসব কোম্পানির লেনদেনও বেড়েছে, শেয়ারদরও বেড়েছে। এরফলে সার্বিকভাবে ডিএসই’র লেনদেন ও সূচকে উত্থান হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, লাফার্জহোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার ও এনসিসি ব্যাংক। ডিএসই বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে সূচক ও লেনদেনের উল্লেখযোগ্য পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার। আগেরদিন কোম্পানিটির লেনদেন হয়েছিল ১৪৫ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার।
আগেরদিন বেক্সিকোর শেয়ারদর ছিল ৮৬ টাকা। আজ ৩ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি আজ ডিএসই’র সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে ১৬.৯০ পযেন্ট।
আজ মার্কেট মুভারের দ্বিতীয় কোম্পানি ছিল সাউথিইস্ট ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির ক্লোজিং দর হয়েছে ১৫ টাকা ৫০ পয়সায়। দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ। কোম্পানিটি ডিএসই’র সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে ১০.০৩ পযেন্ট।
মার্কেট মুভারের তৃতীয় কোম্পানি এনআরবিসি ব্যাংকের আজ লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির ক্লোজিং দর হয়েছে ২৮ টাকা ১০ পয়সা। দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৪৯ শতাংশ। কোম্পানিটি ডিএসইর সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে ৯.৩২ পযেন্ট।
এভাবে লাফার্জহোলসিম সিমেন্ট ডিএসই’র সুচক বৃদ্ধিতে অবদান রেখেছে ৯.১০ পয়েন্ট, খুলনা পাওয়ার ৯.১০ পয়েন্ট এবং এনসিসি ব্যাংক ৮.৫৫ পয়েন্ট।