ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে কাট্টালি টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডাইংয়ের ৯ দশমিক ৯৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯ দশমিক ৭৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৯ দশমিক ৭৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯ দশমিক ৬১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯ দশমিক ৫৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৪৯ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।