পুঁজিবাজারে বুধবার লেনদেনর পর হবে বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হবে। বৃহস্পতিবার (১৩ মে) থেকে ১৫ মে (শনিবার) পর্যন্ত মোট তিন দিন পুঁজিবাজারে লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এরপর ১৬ মে, রোববার থেকে পুঁজিবাজারে যথারীতি লেনদেন চালু হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ঈদের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার পুঁজিবাজারের বন্ধ থাকবে। তারপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এই তিন দিন লেনদেন বন্ধ থাকবে। এর পরের দিন ১৬ মে থেকে যথারীতি লেনদেন চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ঈদ উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটির পর রোববার থেকে পূর্বনির্ধারিত সময়ে লেনদেন হবে।
তিনি বলেন, ১৬ মে’র পর সরকার যদি লকডাউনের মেয়াদ না বাড়ায় তাহলে ১৭ মে সোমবার থেকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।