বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। বেড়েছে সূচক, বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, গেল সপ্তাহে ডিএসইর ২০ খাতের মধ্যে ১৩ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ১৩ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রির্টানে ভালো মুনাফা পেয়েছে। তারমধ্যে তিন খাতের বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে। খাত ৩টি হলো- জেনারেল ইন্সুরেন্স, সিমেন্ট ও পাট খাত। এই তিন খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে প্রায় ৬ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ পর্যন্ত।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে জেনারেল ইন্সুরেন্সের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৮.৪০ শতাংশ। এখারে প্রভাতী ইন্সুরেন্স, সিটি ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ও বিএনআইসিএল ইন্সুরেন্সের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে প্রায় ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।
এরপর সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৫.৮০ শতাংশ। এখাতে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ও লাফার্জহোলসিম সিমেন্টের বিনিয়োগকারীরা।
সর্বোচ্চ মুনাফা পাওয়ার তৃতীয় স্থানে রয়েছে পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৫.৭০ শতাংশ। এখাতে বেশি মুনাফা পেয়েছে সোনালী আঁশের বিনিয়োগকারীরা।
এছাড়া, তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ১.৫০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১.৪০ শতাংশ, ট্যানারি খাতের ১.২০ শতাংশ, বিবিধ খাতের ১ শতাংশ, বস্ত্রখাতের ০.৯০ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতের ০.৯০ শতাংশ, লাইফ ইন্সুরেন্সের ০.৬০ শতাংশ, প্রকৌশল খাতের ০.৪০ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ০.২০ শতাংশ এবং ব্যাংক খাতের ০.১০ শতাংশ।