পুঁজিবাজারে তালিকাভূক্ত৭ কোম্পানির পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট কোম্পানির অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো: এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড,ন্যাশনাল টিউবস, পদ্মা অয়েল, শমরিতা হাসপাতাল, ব্যাংক এশিয়া, একমি ল্যাবরেটরিজ ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।
মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এসব আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হয়।
এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড :প্রথম প্রান্তিকে(জানুয়ারি-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ পয়সা ছিল।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে এবি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৩৬ পয়সা।
ন্যাশনাল টিউবস: ন্যাশনাল টিউবস চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৩ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩ পয়সা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৭৯ পয়সায়।
পদ্মা অয়েল: পদ্মা অয়েল চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৩ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২০ টাকা ৬৩ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭ টাকা ২৮ পয়সা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬১ টাকা ৩৬ পয়সায়।
শমরিতা হাসপাতাল: শমরিতা হাসপাতাল পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০২০-মার্চ’২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ১৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫০ টাকা ৮১ পয়সা।
ব্যাংক এশিয়া: ব্যাংক এশিয়া লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৬ পয়সা ছিল।
অন্যদিকে এককভাবে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৮ পয়সা ছিল।
একমি ল্যাবরেটরিজ: একমি ল্যাবরেটরিজ গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।
অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৩৪ পয়সা।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স: এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮২ পয়সা।
গত ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৭০ পয়সা।