আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) পুঁজিবাজারে পতন হয়েছে। পতনের বাজারে বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিরও দর সংশোধন হয়েছে। বিনিয়োগকারীদের প্রফিট টেকিংয়ের কারণে গ্রুপটির তিন কোম্পানির শেয়ার দর সংশোধন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
কোম্পানিগুলোর মধ্যে আজ বেক্সিমকো লিমিটেডের দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৩.০৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫ টাকা ৮০ পয়সা বা ২.৯৭ শতাংশ এবং শাইন পুকুর সিরামিকসের ১ টাকা ৬ পয়সা বা ৫.৯৫ শতাংশ।
কোম্পানিগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় প্রথম সারিতে ছিল শাইন পুকুর সিরামিকস। কোম্পানিটির দর বেড়েছিল ২৭.৯৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে বেক্সিমকো লিমিটেড এবং বেক্সিমকো ফার্মার দরও বেশ ইতিবাচক ছিল।
এমনকি চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও কোম্পানি ৩টির শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। তবে গতকাল সোমবার থেকে কোম্পানি ৩টির শেয়ার দর সংশোধনে রয়েছে।