ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ এপ্রিল) লেনদনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪০টির বা ৬৯.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ডিএসইর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় শতভাগ বীমা খাতের কোম্পানি দখলে নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার লেনদেন শেষে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে।
ডিএসইতে বৃ্দ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বেড়েছে।