1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বৃহস্পতিবারের মতো রোববারও পুঁজিবাজারে ব্যাপক পতনে

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
dse

আগের কার্যদিবস বৃহস্পতিবারের মতো রোববারও ব্যাপক পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিনও পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৯.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.১৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৯.৩১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৭.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৬.৪৮ পয়েন্টে, ২০৩৪.৫৭ পয়েন্টে এবং ১১৩৯.৬৪ পয়েন্টে।

আজ ডিএসই ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির বা ৮.৯১ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৯টির বা ৬৮.৬৮ শতাংশের এবং ৭৮টির বা ২২.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৪.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৫.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ