এখন সঞ্চয়ের সুদহার ৬ শতাংশের বেশি নয়। তবে বৃহস্পতিবারের শেয়ার দর হিসাব করলে ইউনাইটেড ফিনান্সের ১৫ টাকার শেয়ারে এক টাকা হিসাবে লভ্যাংশ হিসেবে পাওয়া যাবে ৬.৬৬ শতাংশ হারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইনান্স গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।
কোম্পানির শেয়ারের যে বাজার মূল্য তা বিবেচনা করলে সেখানে সঞ্চয় করার চেয়ে শেয়ার কিনলেই বেশি মুনাফা পাওয়া যাবে।
এখন সঞ্চয়ের সুদহার ৬ শতাংশের বেশি নয়। তবে বৃহস্পতিবারের শেয়ার দর হিসাব করলে ইউনাইটেড ফিনান্সের ১৫ টাকার শেয়ারে এক টাকা হিসাবে লভ্যাংশ হিসেবে পাওয়া যাবে ৬.৬৬ শতাংশ হারে।
আরও পড়ুন… করোনা বাড়লেও পুঁজিবাজার বন্ধ হবে না: বিএসইসি
বৃহস্পতিবার বিকালে কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরবর্তী কার্যদিবস রোববার এই সিদ্ধান্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুযায়ী মহামারির বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। এই আয় গত বছরের তুলনায় কিছুটা কম। ওই বছর ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।
আগামী ১১ এপ্রিল যারা শেয়ার ধরে রাখবেন, তারা এই লভ্যাংশ পাবেন। আর ৫ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএমে লভ্যাংশ চূড়ান্ত হবে।
আরও পড়ুন…ব্লক মার্কেটে বিএটিবিসি ও ইউনিলিভারের বিশাল লেনদেন
এখন পর্যন্ত ব্যাংক ও আর্থিক খাতের যেসব কোম্পানি প্রতিবেদন প্রকাশ করেছ, তার মধ্যে একমাত্র এই কোম্পানিটিরই আয় কমেছে।
এর আগে আর্থিক খাতের আইডিএলসি, বিডি ফিনান্স ও লংকাবাংলা ফিনান্স লভ্যাংশ ঘোষণা করেছে। তিনটি প্রতিষ্ঠানের আয়ই গত বছরের চেয়ে বেড়েছে।
ব্যাংক খাতে লভ্যাংশ ঘোষণা করা চারটি প্রতিষ্ঠানের মধ্যে আয় বেড়েছে ডাচ বাংলা, শাহজালাল ইসলামী ও ব্যাংক এশিয়ার। আর মার্কেন্টাইল ব্যাংকের আয় গত বছরের সমান হয়েছে।