সোমবার লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে ছিল আজিজ পাইপ লিমিটেড। কেন হঠাৎ করে কোম্পানিটির শেয়ার প্রতি দর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে তার কোনো কারণ পাওয়া যায়নি ডিএসইর ওয়েবসাইটে।
কোম্পানিটি গত ২৮ জানুয়ারি অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি লোকসানের পরিমাণ বেড়েছে।
বলা হয়েছে অক্টোবর-ডিসেম্বর, ২০২০ সময়ের কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা।
এছাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। এদিন কেম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ। সিলকো ফার্মাসিউটিকেল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।
এছাড়া এসিআই ফরমুলেশনের ৫ দশমিক ৩৫ শতাংশ, রহিমাফুডের ৫ দশমিক ১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
দর পতনের দিক দিয়ে সোমবার শীর্ষে ছিল লুব রেড (বাংলাদেশ) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৬ দশমিক ৪৬ শতাংশ।
পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন হয়েছে সাত দিন। নিয়ম অনুযায়ী প্রথম দুদিন শেয়ারের দর ৫০ শতাংশ করে বাড়তে পারবে। সে অনুযায়ী দিনের সর্বোচ্চ দর বেড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা থেকে উঠেছিল ৬০ টাকা ৭০ পয়সা। তারপরের পাঁচদিনের লেনদেন টানা কমেছে দর। এই সময়ে তিনদিনই ছিল দর পতন হওয়া কোম্পানির শীর্ষে।
আইডিএলসির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬৮ শতাংশ। অগ্রনী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের দর কমেছে ৪ দশমিক ০৫ শতাংশ।
এছাড়া এ তালিকায় ছিল ইজেনারেশন লিমিটেড, নর্দান ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম।
আরও পড়ুন…
পুঁজিবাজারের জন্য আসছে বড় সুখবর!
ব্লক মার্কেটে আল-আরাফাহ ব্যাংকের বিশাল লেনদেন
লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি
বিডিনিউজ থেকে এলআর গ্লোবালের অর্থ ফেরত যাচ্ছে
বিএসইসির সতর্কতাপত্র্রের কবলে ১৩ ব্রোকারেজ হাউজ
লেনদেনে পুরনোগুলোই নতুন দাপটে