1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার মুদারাবা পারপিচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ‘এসজেআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড’ নামে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ব্যাংকের ব্যাসেল-৩ এর অধীন মূলধন শক্তিশালীকরণের লক্ষ্যে প্রাইমভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে শাহজালাল ইসলামী ব্যাংক। এদিকে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাত শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৭ টাকা ১৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

আরও পড়ুন…লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৯২%

গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২১ টাকা ২০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২০ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ২১ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। ওইদিন এক লাখ ৫২ হাজার ১৪৬টি শেয়ার মোট ১১২ বার হাতবদল হয়, যার বাজারদর ৩২ লাখ ১০ হাজার টাকা। এক বছরের মধ্যে শেয়ারদর ১৮ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

আরও পড়ুন…পুঁজিবাজারে লুব-রেফের ব্যতিক্রমী রেকর্ড!

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৯৮ কোটি ৯২ হাজার ৩৩৬টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৪৮ দশমিক ৭৭ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ১৩ দশমিক ৪৩ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন…
ডিসেম্বর ক্লোজিং ১১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় বিনিয়োগকারীরা
বড় অঙ্কের বোনাস ঘোষণার পরও দাম ধরে রাখতে পেরেছে
চার কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা ১৬৪ কোটি টাকা
মুনাফায় বড় ঊর্ধ্বগতি থাকলেও লভ্যাংশে প্রভাব নেই
বেশি বোনাসে ব্যাপক লোকসান যেসব কোম্পানিতে
জেমিনি সি ফুডে বিনিয়োগ করে কপালে হাত
বেশি বোনাসের করুণ ফল

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ