1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

শেষ কার্যদিবসে ডিএসইতে পতন ঠেকালো ব্যাংক ও আর্থিক খাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাংক ও আর্থিক খাতে ভর করে ডিএসইতে পতন ঠেকালো। ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ডিএসইতে ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৩টির, অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারের দাম।

এই কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৫ পয়েন্ট। প্রধান সূচক বাড়লেও লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে টানা দুদিন সূচক কমার পর সূচক বাড়ল। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৯ পয়েন্ট। সিএসইতে টানা তিনদিন সূচক কমলো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ পয়েন্টে। এছাড়াও ডিএস ৩০ সূচক ৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৯ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তিনে থাকা কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, কোম্পানির শেয়ার দাম আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ লিমিটেড, কোম্পানিটির শেয়ার দাম আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় স্থানে রয়েছে, কোম্পানির শেয়ার দাম আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

অপরদিকে দাম কমার শীর্ষে রয়েছে সদ্য তালিকাভুক্ত প্রতিষ্ঠান লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের। কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির। এতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩ লাখ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫