পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড শেয়ারহোল্ডারদের কাছে সর্বশেষ বছরের বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি জানায়, গত ৯ মার্চ মঙ্গলবার ই-মেইলে শেয়ারহোল্ডারদের কাছে ওই প্রতিবেদন পাঠানো হয়েছে। যদি কোনো শেয়ারহোল্ডার ই-মেইলে বার্ষিক প্রতিবেদন না পেয়ে থাকেন তাহলে তিনি আগামী ২৮ মার্চের আগে পর্যন্ত কোম্পানির রেজিস্টার্ড অফিস থেকে তার প্রিন্টেড কপি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কোম্পানির৷ কোম্পানিটির ওয়েবসাইট থেকেও প্রতিবেদনটি ডাউনলোড করা যাবে।
সমাপ্ত হিসাব বছরের জন্য আরএকে সিরামিকস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।